ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছরে উন্নীত করার দাবিতে বিক্ষোভ/ছবি: শাকিল

ঢাকা: সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছরে উন্নীত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।

বৃহস্পতিবার (১ ফেব্রুযারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান সমন্বয়কারী ইমতিয়াজ হোসেন।

সংগঠনের সদস্য সঞ্জয় দাস বলেন, বর্তমান রাষ্ট্রপতি  স্পিকার থাকাকালে জাতীয় সংসদে ৩১ জানুয়ারি ২০১২ সালে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

কিন্তু দীর্ঘ ছয় বছরেও সে দাবি বাস্তবায়ন হয়নি। এটা খুবই দুঃখজনক।

সদস্য হারুন অর রশীদ বলেন, গড় আয়ু যখন ৪৫ ছিল তখন চাকরিতে প্রবেশের বয়স ছিল ২৭ বছর। যখন গড় আয়ু বেড়ে ৫০ হলো তখন প্রবেশের বয়স ৩০ করা হলো। বর্তমানে গড় আয়ু ৭২ বছর হলেও চাকরিতে প্রবেশের বয়স অপরিবর্তিত রয়ে গেছে।

সংগঠনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে শিক্ষক শুভ্র বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা প্রয়োজন। কারণ উন্নত বিশ্বকে আমরা অনুসরণ করে শিক্ষা, চিকিৎসা, কৃষি, তথ্যপ্রযুক্তি, জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রভৃতি ক্ষেত্রে সাফল্য অর্জন করেছি। তেমনি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে উন্নত বিশ্বকে অনুসরণ করে দক্ষ জনশক্তি কাজে লাগিয়ে সফলতা অর্জন করতে পারি।

সমাবেশ শেষে দাবি আদায় না হওয়া পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান ও পরবর্তীতে অনশন কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়।

এতে আরো বক্তব্য দেন এসএম আলী, এনামুল হক, ‍সুদীপ পাল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।