ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাপাহারে বিএসএফ’র ছোড়া ককটেলে ৩ বাংলাদেশি আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
সাপাহারে বিএসএফ’র ছোড়া ককটেলে ৩ বাংলাদেশি আহত

নওগাঁ: নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া ককটেলে তিন বাংলাদেশি আহত হয়েছেন।

বুধবার (০১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের ২৩৮ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, কলমুডাঙ্গা গ্রামের একদল চোরাকারবারী গরু আনার জন্য সীমানা পেরিয়ে ভারতে প্রবেশ করে।

বুধবার দিবাগত রাতে সেখান থেকে তারা গরু নিয়ে দেশে ফেরার পথে ভারতের ছনঘাট বিএসএফ’র টহল দলের নজরে পড়ে। এসময় বিএসএফ চোরাকারবারীদের ধাওয়া করে ধরতে না পেরে ককটেল ছুড়ে। এতে তিন বাংলাদেশি আহত হন।

আহতরা হলেন- উপজেলার কলমুডাঙ্গা বলদিয়াঘাট এলাকার আলফাজের ছেলে গোলাপ (২২), নজরুল মণ্ডলের ছেলে বাবু (২৫) ও অছির।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কলমুডাঙ্গা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মুসা কালামুল্লাহ বাংলানিউজকে জানান, এলাকার মানুষের কাছ থেকে বিষয়টি জানতে পেরেছি।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।