ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
গাংনীতে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার আসামি কিবরিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার ভরাট গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। কিবরিয়া ভরাট গ্রামের আব্দুস সামাদের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, এরআগেও কিবরিয়া ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। ওই সময় স্থানীয় মাতব্বররা তাকে ৮০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া তিনি আরো দুইজন নারীকে ধর্ষণের চেষ্টা করেন। এসব ব্যাপারে বেশ কয়েকবার গ্রামে তার নামে শালিস হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বাংলানিউজকে জানান, কয়েকদিন আগে কিবরিয়া ভরাট গ্রামের দিনমজুর মফিজুলের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে ওই নারীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।