ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা থেকে ইয়াবাসহ আলী আজগর (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১১) সদস্যরা। 

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে র‍্যাব ১১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ উপজেলার মহজমপুর উত্তর কাজীপাড়া (জুগিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা আলী আজগর ওরফে আলী আকবর ওরফে টুকাইন্না ওরফে বানু ওরফে বানাইয়াকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক আলী আজগর উপজেলার মহজমপুর উত্তর কাজীপাড়া এলাকায় মৃত মফিজ উদ্দিনের ছেলে। তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
পিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।