ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

স্বতন্ত্র কৃষি বিপণন ক্যাডারের দাবিতে সম্মেলন

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
স্বতন্ত্র কৃষি বিপণন ক্যাডারের দাবিতে সম্মেলন স্বতন্ত্র কৃষি বিপণন ক্যাডারের দাবিতে সম্মেলনে এক বক্তা

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কর্ম কমিশনে (বিসিএস) ‘স্বতন্ত্র কৃষি বিপণন’ ক্যাডারের দাবিতে ছাত্র সম্মেলন ও মত বিনিময় সভা করেছে বাংলাদেশ কৃষি অর্থনীতি ছাত্র সমিতি।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির কনফারেন্স হলে এ সম্মেলন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চাকরি ক্ষেত্রে কৃষি অর্থনীতি বিষয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ন্যায্য অধিকার আদায় ও বাংলাদেশ কর্ম কমিশনে (বিসিএস) স্বতন্ত্র ক্যাডার সার্ভিস চালুর দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করে আসছে দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি অনুষদের শিক্ষার্থীরা।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি অর্থনীতি ছাত্র সমিতির আহবায়ক কমিটির সদস্য সৌমিক ইসলাম হৃদয় এবং সঞ্চালনা করেন অভিনয় সাহা সৌম।

সম্মেলনে বক্তব্য রাখেন-বাংলাদেশ কৃষি অর্থনীতি ছাত্র সমিতির যুগ্ম আহবায়ক মো. মোরশেদ আল মাহমুদ মুন্না, বাংলাদেশ কৃষি অর্থনীতি ছাত্র আন্দোলন পরিষদের যুগ্ম আহবায়ক তন্ময় কুমার ঘোষ।

বাকৃবি কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদীয় ছাত্র সমিতির পক্ষে বক্তব্য রাখেন মো. ছানোয়ার হোসেন ও আসিফুর রহমান।

অনুষ্ঠানে বাকৃবি কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ২ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।