ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

অধিকাংশ নেতাকর্মী সভাস্থলে পৌঁছেছেন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
অধিকাংশ নেতাকর্মী সভাস্থলে পৌঁছেছেন সভাস্থলে নজরুল ইসলাম খান ও তাবিথ আওয়াল/ছবি: ডিএইচ বাদল

লা মেরিডিয়ান থেকে: নির্বাহী কমিটির সভায় যোগ দিতে দলের অধিকাংশ নেতাকর্মী সভাস্থলে পৌঁছেছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তবে আসার পথে অনেকে গ্রেফতার হয়েছেন বলেও জানান তিনি।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে সভাস্থল হোটেল লা মেরিডিয়ানে একথা জানান নজরুল ইসলাম খান।

স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা রাজনীতিকরা রাজনীতির জন্য রাজনীতি করতে চাই।

সরকার পরিস্থিতি যে পর্যায়ে নিয়ে যাচ্ছে, তা আর স্বাভাবিক থাকছে না। তাদের নেতারা রাস্তা বন্ধ করে পুলিশ প্রটেকশনে জনসভা করছে। অথচ আমাদের সভা করতে দিচ্ছে না। এভাবে তারা গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে, হত্যা করছে।  

তিনি বলেন, পরিস্থিতি যে পর্যায়ে যাচ্ছে, তাতে বিএনপি ক্ষমতায় গেলে এ ধরনের পরিবেশ তৈরি করতে আমাদের ওপরও প্রতিহিংসা বা প্রতিশোধের চাপ থাকবে। যা সঠিক বা রাজনীতির জন্য স্বাস্থ্যকর নয়।

‘একটি গণতান্ত্রিক দলের আরেকটি প্রতিপক্ষ দলকে মোকাবেলার উপায় কি হতে পারে? আমি যদি ৫০ হাজার কর্মী নিয়ে মিছিল বা সমাবেশ করি, তারা আরো বেশি লোক নিয়ে তার জবাব দেবে এটাইতো। কিন্তু সরকার তা চর্চা করছে না। করতে দিচ্ছেও না। ’

নজরুল ইসলাম খান জানান, ৫০২ সদস্যের নির্বাহী কমিটির ১০ নেতা এরই মধ্যে আটক হয়েছেন। কয়েকজন অসুস্থতাজনিত কারণে আসতে পারেননি। আর বাকিরা সবাই এসেছেন।

সভায় যোগ দিতে মেরিডিয়ানে আসছেন নেতারা
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
আরএম/এমইউএম/এএম/পিএম/এসআইজে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।