ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ট্রাক চাপায় এনজিও কর্মী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
ফরিদপুরে ট্রাক চাপায় এনজিও কর্মী নিহত

ফরিদপুর: ফরিদপুর শহরের টেপাখোলায় ট্রাক চাপায় কাশমিরিন ইদিন রিক্তা (৩৫) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিক্তা শহরের খাবাসপুরের সাইফুল ইসলাম জাফরের স্ত্রী ও ভাজনডাঙা গ্রামের আলাউদ্দিন মিয়ার মেয়ে।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহীন বাংলানিউজকে জানান, সকাল ৯টার দিকে মোটরসাইকেলে করে ভাজনডাঙা থেকে টেপাখোলার সিঅ্যান্ডবি ঘাট এলাকায় ওই দুই নারীর কর্মস্থল এফডিএ অফিসে যাওয়ার সময় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিক্তার মৃত্যু হয়।

এই ঘটনায় আহত হন পান্না। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পান্নার একটি পা ভেঙে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।