ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীনগরে ৪১৮ পিস ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
শ্রীনগরে ৪১৮ পিস ইয়াবাসহ যুবক আটক

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ৪১৮পিস ইয়াবাসহ মাহাদী আহমেদ আবীর (১৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলানিউজকে এ তথ্য জানায় র‌্যাব-১১। এরআগে শুক্রবার (০২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ষোলঘর স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আবীর উপজেলার ভূজপাড়া (খানাবাড়ী) সাতগাঁও এলাকার আল আমীন খানের ছেলে।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক নাহিদ হাসান জনি বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে ষোলঘর স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪১৮ পিস ইয়াবাসহ আবীরকে আটক করে র‌্যাব। উদ্ধার করা মাদকের মূল্য ১ লাখ ২৫ হাজার ৪০০ টাকা হবে বলে জানান তিনি।

আবীরের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান কমান্ডার জনি।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।