ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর গ্রিন ভেইল রেস্টুরেন্টে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
রাজধানীর গ্রিন ভেইল রেস্টুরেন্টে আগুন গ্রিন ভেইল রেস্টুরেন্টে আগুন। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: রাজধানীর গ্রিনরোডের গ্রিন ভেইল রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় আগুনের সূত্রপাত হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মামুন আল মাহতাব বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, দোতলার গ্রিন ভেইল রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।

তিনি আরো বলেন, রেস্টুরেন্টের ওপরের চারটি ফ্লোরে আবাসিক হোটেল আল ফাহাদ রয়েছে। সেখানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগীরা ছিলেন। তাদের নিরাপদে বের করে আনা হয়েছে। এছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৮
এসজেএ/আরএম/এমএমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।