ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

দেবহাটায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
দেবহাটায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিত্য ঘোষ নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার পারুলিয়া গার্লস স্কুলের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিত্য ঘোষ একই উপজেলার জগন্নাথপুর গ্রামের শিবনাথ ঘোষের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ভ্যানে করে দুধ নিয়ে দেবহাটায় যাচ্ছিলেন নিত্য ঘোষ। পথে পারুলিয়া গার্লস স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার ভ্যানের ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে ভ্যান থেকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান।

দেবহাটা থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ামিন আলী বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।