ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বড়পুকুরিয়ায় শ্রমিক নিয়োগের দাবিতে আল্টিমেটাম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
বড়পুকুরিয়ায় শ্রমিক নিয়োগের দাবিতে আল্টিমেটাম শ্রমিক নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন-ছবি-বাংলানিউজ

দিনাজপুর: উন্নয়ন কাজে শ্রমিক নিয়োগের দাবিতে কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আন্দোলন পরিচালনা কমিটি। 

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টায় তাপবিদ্যুৎ কেন্দ্রের অস্থায়ী কার্যালয়ের প্রধান ফটকের সামনে নিয়োগের দাবিতে শ্রমিকদের পক্ষে আল্টিমেটাম দেন উন্নয়নকর্মী আন্দোলন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ।

আবু সাঈদ সাংবাদিকদের জানান, কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

অন্যথায় তারা আন্দোলনে যেতে বাধ্য হবেন।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন দিনাজপুর শাখার সভাপতি এস এম নুরুজ্জামান বলেন, শ্রমিকদের এই দাবি নতুন নয়। কাজ শেষ হওয়ার পর তারা মনে করেছিলেন, তাদের দক্ষ শ্রমিকদের ৩য় ইউনিটে নিয়োগ দেওয়া হবে। তারা যথাযথভাবে কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। কর্তৃপক্ষ তাদের ন্যয্য দাবি মেনে নিয়ে বিদ্যুৎ উৎপাদন কাজে নিয়োগ দেবেন বলে আশ্বাস দেন। তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ ৩য় ইউনিটের উন্নয়নকর্মী আন্দোলন পরিচালনা কমিটির সঙ্গে বসতে রাজি না হলে আন্দোলনে যেতে বাধ্য হবো আমরা।

এসময় উপস্থিত ছিলেন-বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান, আন্দোলন পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, মো. আলম, মো. নুর আলম, মো. আফজাল হোসেন, মো. মিজানুর রহমান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।