ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি চালকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি চালকের মৃত্যু

রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে জাহিদ হাসান (২৫) নামে এক ট্রলির চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে বিড়ালদহ মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ পুঠিয়া উপজেলার জগিপাড়া গ্রামের আনছের আলীর ছেলে।

পুঠিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ বাংলানিউজকে জানান, দুপুরে জাহিদ হাসান ইটবোঝাই ট্রলি নিয়ে বিড়ালদহ মাজার রোড দিয়ে মহাসড়কে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে রাস্তার পাশের একটি বাড়ির ওয়ালের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) রাকিবুল হাসান বাংলানিউজকে বলেন, পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা এলে মরদেহের ব্যপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ব্যাপারে থানায় মামলা হবে বলেও জানান এই পুলিশ ককর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।