ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে মেডিকেল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
রাজশাহীতে মেডিকেল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

রাজশাহী: রাজশাহীতে জান্নাতুন ওয়াদিয়া মিতু (২১) নামে এক মেডিকেল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে মহানগরীর রাজপাড়া থানার ব্যাংক কলোনি এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মিতু ওই এলাকার মতিউর রহমানের মেয়ে ও রাজশাহী মেডিকেল কলেজের বিডিএস তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

 

পরিবারের বরাত দিয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরের পর থেকে নিজ ঘরের দরজা বন্ধ করে শুয়ে ছিলেন মিতু। বিকেলে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে কোনো সাড়া পাচ্ছিলো না। পরে রুমের জানালা দিয়ে দেখতে পায় তার দেহ সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলেও জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।