ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
সৈয়দপুরে আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে স্ত্রীর মৃত্যুর ঘটনায় জাহিদ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল গ্রাম থেকে তাকে আটক করা হয়।

এলাকাবাসী জানায়, ট্রাক ড্রাইভার জাহিদের স্ত্রী মালেকা বেগম (৩৪) কয়েকদিন আগে অগ্নিদগ্ধ হলে স্থানীয়রা তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে।

সেখানে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে পাঠানোর পরামর্শ দিলেও জাহিদ তাকে বাড়িতে নিয়ে আসেন। পরে মালেকার অবস্থার অবনতি হলে পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে, শনিবার দুপুরে তার মরদেহ দাফন করার সময় বাধা দেন মালেকার ছেলে মালেক ও তার মামারা। বিষয়টি সৈয়দপুর থানা পুলিশকে অবহিত করা হলে মালেকার মরদেহ উদ্ধার ও জাহিদকে আটক করে পুলিশ।

সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম লোকমান বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে মালেকাকে হত্যা করেছেন জাহিদ।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান বাংলানিউজকে বলেন, জাহিদকে আটক এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।