ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ২ দিনব্যাপী পিঠা উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
বরিশালে ২ দিনব্যাপী পিঠা উৎসব বরিশালে শুরু ‘মোজো পিঠা উৎসব’

বরিশাল: বরিশালে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘মোজো পিঠা উৎসব’। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নগরের মুক্তিযোদ্ধা পার্কে এ উৎসবের উদ্ভোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আক্তারুজ্জামান খান কবির, পর্যটন করপোরেশনের পরিচালক (প্রশাসন) শাহাদাত হোসাইন, বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) উত্তম কুমার পাল প্রমুখ।

মেলার আয়োজকরা জানান, পুরো মেলায় ৩৫টি স্টল নিয়ে পিঠা উৎসবের এ আয়োজন।

যেখানে বিভিন্ন অঞ্চলের চেনা-অচেনা বাহারি পিঠা থাকছে। এছাড়া পিঠা প্রেমীদের নিয়ে রয়েছে বিশেষ প্রতিযোগিতা ‘মোজো পিঠা খাদক’। এতে মেলায় আগত যে কেউ অংশ নিতে পারবেন। আর অংশ নেওয়াদের মধ্যে বিজয়ীদের দেওয়া হবে পুরস্কার।  

দুই দিনব্যাপী এ উৎসবে- লোকজ প্রদর্শনী, নাগরদোলা ও ফিউশন কনসার্টসহ বিনোদনমূলক নানান আয়োজন রয়েছে বলেও জানান আয়োজকরা।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।