ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
রূপগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়নগঞ্জের রূপগঞ্জে নেশার টাকা না পেয়ে স্ত্রী মাধবী আক্তারকে (২২) শ্বাসরোধ করে হত্যার পর স্বামী মিজানুর রহমান আত্মহত্যা করেছেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা কায়েতপাড়া ইউনিয়নের পুর্বগ্রাম এলাকায় ঘটে এ ঘটনা। মিজানুর রহমান পুর্বগ্রাম এলাকার মনিরুজ্জামান মনিরের ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সবজেল হোসেন বাংলানিউজকে জানান, চার বছর আগে রাজধানীর ডেমরা এলাকার মজিবুর রহমানের মেয়ে মাধবীকে বিয়ে করেন মিজানুর। বিয়ের পর তাদের সংসারে মালিহা নামে এক কন্যা সন্তান হয়। বিয়ের পর থেকেই মিজানুর বিভিন্ন ধরনের মাদক সেবন করতেন। সন্ধ্যায় মাধবীর কাছে মিজানুর মাদক কেনার টাকা চায়। মাধবী তাকে কোনো টাকা না দেওয়ায় মিজানুর তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মিজানুরও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।  

এ বিষয়ে দুই পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।