ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হাজারো কণ্ঠে জাতীয় সংগীত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
হাজারো কণ্ঠে জাতীয় সংগীত হাজারো কণ্ঠে জাতীয় সংগীত

পটুয়াখালী: পটুয়াখালীতে হাজারো কণ্ঠে শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়ার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ডিসি স্কয়ার মাঠে শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোঃ মাসুমুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নুরুল হাফিজের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোঃ কামারুজ্জামান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তফা কামাল রুদ্রসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধানরা।

মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশের জাতীয় সংগীত ভবিষ্যৎ প্রজন্ম যেন মনে-প্রাণে শুদ্বভাবে গাইতে ও ধারণ করতে পারে সে জন্যই জেলা শহরের প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোর শিক্ষার্থীদের অংশগ্রহণে এই কর্মশালার আয়োজন করা হয়।

 

কর্মশালায় কয়েক হাজার শিক্ষার্থীকে একসঙ্গে জাতীয় সংগীত গাওয়ানো হয়। সহযোগিতা করেন সংগীত শিল্পী নির্মল চন্দ্র দাস গুপ্ত ও তার সঙ্গীরা।

বাংলা‌দেশ সময়: ০৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ১১, ২০১৭
এমএস/এমআরএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।