ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বাপ-দাদার জমি ফেরত চান ছোলমাইদের বাসিন্দারা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
বাপ-দাদার জমি ফেরত চান ছোলমাইদের বাসিন্দারা  জমি ফেরত পেতে মানববন্ধনে অংশ নেন ক্ষতিগ্রস্ত ছোলমাইদবাসী। ছবি: বাংলানিউজ

ঢাকা: বাপ-দাদার রেখে যাওয়া জমি উদ্ধারে সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়ে মানববন্ধন করেছেন রাজধানীর ভাটারা থানার ছোলমাইদের ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা। 

রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে ‘হিরাঝিল প্রোপার্টিজে’র দখল করা ভূমিতে ‘ভাটারা মৌজার ছোলমাইদের ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত জমি রক্ষা কমিটি’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

মানববন্ধনে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা বলেন, হিরাঝিল প্রোপার্টিজ নামে কোম্পানির দখল করা জমির মালিক স্থানীয় ছোলমাইদের অধিবাসীরা।

কিন্তু বেশ কিছুদিন ধরে ভূমিদস্যু ও প্রতারক চক্রের হোতা নাসির উদ্দিন এ জমি দখল করে হিরাঝিল প্রোপার্টিজের সাইন বোর্ড টানিয়ে দিয়েছেন।  

জমি ফেরত পেতে মানববন্ধনে অংশ নেন ক্ষতিগ্রস্ত ছোলমাইদবাসী।                                          ছবি: বাংলানিউজ পাশাপাশি ওই জমিতে আনসার বাহিনীর ক্যাম্প বসিয়ে দেওয়া হয়েছে। এতে নিজেদের আবাদি জমি হারাচ্ছেন এসব ভূমির প্রকৃত মালিকরা।  

ক্ষতিগ্রস্ত মালিকরা জানান, গত ২১ জানুয়ারি ত্রি-পক্ষীয় এক সালিশ বৈঠকে হিরাঝিল প্রোপার্টিজ অবৈধভাবে দখল করা এসব জমি ছেড়ে দিতে সম্মতি দেয়। কিন্তু বাস্তবে তা ছেড়ে না দিয়ে হিরাঝিল প্রোপার্টিজের চেয়ারম্যান নাসির উদ্দিন আনসার বাহিনীর সহযোগিতায় আরও জেঁকে বসার চেষ্টা করছেন। যা এলাকাবাসীর মধ্যে অসন্তোষ বাড়িয়ে তুলছে।

তারা বলেন, হিরাঝিল প্রোপার্টিজ নামধারী ওই কোম্পানির চেয়ারম্যান আনসার ক্যাম্প বসিয়ে আমাদের জমি কেড়ে নিয়েছেন। জমি দাবি করলে, গুলি করে মেরে ফেলার ভয় দেখানো হয়।  

বাপ-দাদার রেখে যাওয়া জমি ফেরত পেতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন ছোলমাইদের ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা।  

মানববন্ধনে জমি রক্ষা কমিটির আহ্বায়ক মো. নজরুল ইসলাম ঢালী, যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান, আতাউর রহমান ঢালী, মোশারফ হোসেন খন্দকার, দেলোয়ার হোসেনসহ ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।