ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কলারোয়ায় পাট গুদামে আগুন, ২৫ লাখ টাকার ক্ষ‌তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
কলারোয়ায় পাট গুদামে আগুন, ২৫ লাখ টাকার ক্ষ‌তি

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপ‌জেলার এক‌টি পাট গুদা‌মে  অগ্নিকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে‌ছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

রোববার (১২ ফেব্রুয়া‌রি) রা‌তে উপ‌জেলার শ্রীপতিপুরে এ অগ্নিকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে।

গুদাম মালিক মফিজুল ইসলাম বাংলা‌নিউজ‌কে জানান, রাত ১টার দিকে কে বা কারা তার গুদামে আগুন দিয়ে পালিয়ে যায়।

গ্রামবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। প‌রে খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে।
 
তি‌নি আরও জানান, তার পাট গুদামে পাট ছাড়াও সার, পোলট্রি ও মৎস্য ফিড বেচাকেনা হতো। সব কিছু আগুনে পুড়ে ছাই হ‌য়ে গেছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌ সি) বিপ্লব কুমার নাথ বাংলা‌নিউজ‌কে ঘটনা‌টি নিশ্চিত ক‌রে জানান, অভিযোগ পে‌য়ে‌ছি। তদন্ত ক‌রে ব্যবস্থা নেওয়া হ‌বে।  

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ১২ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।