ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কাপাসিয়ায় আবারও দেবে গেলো সড়ক!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
কাপাসিয়ায় আবারও দেবে গেলো সড়ক! কাপাসিয়া-শ্রীপুর আঞ্চলিক সড়ক। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় কাপাসিয়া-শ্রীপুর আঞ্চলিক একটি সড়ক ও একটি কলা বাগান দেবে যাওয়ার ঘটনা ঘটেছে। 

সোমাবার (১২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার দস্যু নারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।  

এলাকাবাসী সূত্রে জানা যায়, কাপাসিয়ায় দস্যু নারায়ণপুর এলাকায় কাপাসিয়া-শ্রীপুর আঞ্চলিক সড়ক ও পাশে একটি কলাবাগানসহ প্রায় দুই হাজার বর্গফুট সমতল জমি প্রায় ১০ ফুট গভীরে দেবে গেছে।

এ ঘটনায় কাপাসিয়া-শ্রীপুর আঞ্চলিক সড়কে যোগাগাযোগ বন্ধ হয়ে গেছে।  

এছাড়া এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। দেবে যাওয়া জমির দৈর্ঘ্য প্রায় ৬০০ ফুট এবং প্রস্থ প্রায় ৩০০ ফুট। সকাল থেকে বিভিন্ন এলাকার লোকজন দেবে যাওয়া জায়গা দেখতে ভিড় করছে।

এর আগে ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে কাপাসিয়ার দস্যু নারায়ণপুর এলাকায় ওই স্থানেই অনুরূপ ভূমি দেবে যাবার ঘটনা ঘটেছিলো। পরে মাটি ভরাট করে সড়কটি মেরামত করা হয়েছিলো। দীর্ঘ ১৫ বছর পর আবার একই ঘটনা ঘটে।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাকসুদুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দস্যু নারায়ণপুর এলাকায় প্রায় ১ একর জমি দেবে গেছে। তবে কি কারণে জমি মাটির নিচে দেবে গেছে তা বুঝা যাচ্ছে না।

এ ব্যাপারে যারা পারদর্শী তারা হয়তো দেখলে বিষয়টি বুঝতে পারবেন। আজকের (সোমবার) মধ্যে দেবে যাওয়া সড়কটি মেরামত করা হবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।