ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে অস্ত্রের কারখানা, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
মুন্সীগঞ্জে অস্ত্রের কারখানা, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। কারখানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চরকেওয়ার (গজারিয়া কান্দি) এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। পরে দুপুর দেড়টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এ অস্ত্র তৈরির কারখানার মূলহোতা মিজানুর রহমান (৩৮) চরকেওয়ার গ্রামের খোরশেদ দিদারের ছেলে এবং তার বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করে পুলিশ।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি, সদর সার্কেল) আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি মিজানুর রহমান পালিয়ে যান। তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে এবং মিজানুরসহ তার সহযোগীদের গ্রেফতারে চেষ্টা চলছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামগুলো হলো- একটি দেশীয় তৈরি স্নাইপার রাইফেল, দুইটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, এক রাউন্ড রাইফেলের গুলি, নয় রাউন্ড পিস্তলের গুলি, চার রাউন্ড শর্ট গানের গুলি, পিস্তলের দুইটি গুলির খোসা, স্নাইপার রাইফেলের দুইটি পাইপ, একটি ছোরা ও চাপাতি, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির ড্রিল মেশিন, দুইটি পিস্তল সদৃশ স্টীলের পাত, ৬টি আগ্নেয়াস্ত্র তৈরির স্প্রিং এবং লাগেজে ভর্তি আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম।

চরাঞ্চলে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে এসব অস্ত্র সরবরাহ করা হতো বলেও জানান এএসপি আসাদুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।