ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরা উপজেলা পরিষদের আড়াই লাখ টাকা চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
মাগুরা উপজেলা পরিষদের আড়াই লাখ টাকা চুরি মাগুরা উপজেলা পরিষদের আড়াই লাখ টাকা চুরি

মাগুরা: মাগুরা সদর উপজেলা পরিষদের কক্ষের তালা কেটে নগদ দুই লাখ ৬৫ হাজার টাকা চুরি হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান বাংলানিউজকে বলেন, রাত প্রায় তিনটার দিকে এ চুরির ঘটনা ঘটে।

নৈশ প্রহরীদের রুমের ভেতরে আটকে রেখে পরিষদের ছয়টি কক্ষের তালা কেটে ফেলে চোরেরা। এসময় স্থানীয় সরকার শাখা ও হিসাব শাখার আলমারি ভেঙে দুই লাখ ৬৫ হাজার টাকা নিয়ে যায় তারা।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।