ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ২শ’ পিস ইয়াবাসহ আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
ময়মনসিংহে ২শ’ পিস ইয়াবাসহ আটক ২

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর সানকিপাড়া-গোহাইলকান্দি এলাকা থেকে ২শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

আটকরা হলেন- হাসিবুল হাসান প্রান্ত (২২) ও ফয়জুর রহমান (২১)।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে র‍্যাব-১৪ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের এএসপি মো. হাফিজুল ইসলাম বাবুর নেতৃত্বে গরীর সানকিপাড়া-গোহাইলকান্দি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আটকদের তল্লাশি করে ২শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।

পরে তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।