ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে জুট মিলে অগ্নিকাণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
মাদারীপুরে জুট মিলে অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ড

মাদারীপুর: মাদারীপুর পৌর এলাকার সৈয়দার বালি এলাকার হায়দার কাজি জুট মিলে অগ্নিকাণ্ড হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে মাদারীপুর ও রাজৈর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অগ্নিকাণ্ডে ৩টি গুদামের দেড় লাখ মণ পাট পুড়ে গেছে। এছাড়া কারখানার বেশির ভাগ যন্ত্রপাতিও পুড়ে গেছে।
 
মিলের মালিক মোক্তার কাজি বাংলানিউজকে বলেন, বিকেলে কারখানার একটি অংশ থেকে আগুনের সূত্রপাত হয়ে চারপাশে ছড়িয়ে পরে।

ফায়ার সার্ভিসের কর্মীরা বাংলানিউজকে বলেন, পাটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কষ্ট হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।