ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
শিবগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাঁচটি ওয়ান শুটারগানসহ সোহাগ আলী (২৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সাহেবনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। সোহাগ উপজেলার সীমান্তবর্তী আজমতপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সাহেবনগরের পাগলা নদীর ঘাট সংলগ্ন একটি আম বাগানে অভিযান চালানো হয়। এসময় সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো পাঁচটি ওয়ান শুটারগানসহ সোহাগকে আটক করা হয়। এসময় তার অপর তিন সহযোগী পালিয়ে যান। এ ঘটনায় তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।