ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজার সৈকত থেকে মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
কক্সবাজার সৈকত থেকে মরদেহ উদ্ধার কক্সবাজার সমুদ্র সৈকত থেকে উদ্ধার করা যুবকের মরদেহ। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে ভাসমান এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় কক্সবাজার সমুদ্র সৈকতের হোটেল শৈবাল পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই যুবকের পরনে ছিল সাদা-কালো টি-শার্ট।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, মরদেহটি দেখে মনে হচ্ছে না এ ব্যক্তি সমুদ্রের পানিতে ডুবে মারা গিয়েছেন।  কক্সবাজার সদর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।  

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, উদ্ধারের পর মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
টিটি/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।