ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

তাড়াইলে ছুরিকাঘাতে যুবক খুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
তাড়াইলে ছুরিকাঘাতে যুবক খুন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন।  

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধলা ইউনিয়নের তেউড়িয়া মোড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আনোয়ার উপজেলার উত্তর ধলা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে উপজেলার তেউড়িয়া মোড় বাজার এলাকায় ধলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইসলাম উদ্দিনের কাছে পাওনা টাকা চাইতে যান কামরুল মিয়া। এসময় বাক-বিতণ্ডার একপর্যায়ে ইসলাম ছুরিকাঘাত করলে কামরুল ও তার সঙ্গী আনোয়ার গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান বাংলানিউজকে জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। মূল হোতাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।