ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে ২ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
মৌলভীবাজারে ২ মাদক বিক্রেতা আটক

মৌলভীবাজার: মৌলভীবাজারে ৯০ পিস ইয়াবা ও নগদ অর্থসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতর।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপর পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলা ও কমলগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা বাজার এলাকার মৃত ফরিদ আলী চৌধুরীর ছেলে মো. জাকির আলী চৌধুরী (২৫) ও সদর উপজেলার পাহাড় বর্ষিজোড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল আজিজ (৩৬)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের ইন্সপেক্টর অমর কুমার সেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালেঙ্গা বাজার থেকে ৬০ পিস ইয়াবাসহ জাকির আলীকে ও ৩০ পিস ইয়াবা ও নগদ ১২ হাজার টাকাসহ আব্দুল আজিজকে আটক করা হয়।

আটক দুইজনের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানা ও কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।