ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
নাটোরে ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোর: নাটোরের নলডাঙ্গায় ট্রলিচাপায় উত্তম কুমার (৩০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মিলন (২৮) নামে অপর আরোহী।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঠাকুরলক্ষ্মীকোল পাবনাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উত্তম উপজেলার খাজুরা ডাঙ্গাপাড়া গ্রামের হরেন্দী বৈরাগীর ছেলে।

আহত মিলন একই গ্রামের ওবায়দুর রহমানের ছেলে।
 
নাটোর ফায়ার স্টেশন কর্মকর্তা মো. মহিউদ্দীন বাংলানিউজকে জানান, বিকেলে ডাঙ্গাপাড়া গ্রাম থেকে মোটরসাইকেলে করে নাটোর শহরে যাচ্ছিলেন উত্তম ও মিলন। পথে ঠাকুরলক্ষ্মীকোল পাবনাপাড়া এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রলি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন ত‍ারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় উত্তমের মৃত্যু হয়। মিলনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় নলডাঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।