ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ৩ জুয়াড়ির কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
কালীগঞ্জে ৩ জুয়াড়ির কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে তিন জুয়াড়িকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী (ইউএনও) রবিউল হাসানের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত হলেন- কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কবিবাড়ী এলাকার মৃত আজর উদ্দিনের ছেলে চাঁন মিয়া (৩৯), একই এলাকার আজিজার রহমানের ছেলে শফিকুল ইসলাম (২৯) ও চর কাঞ্চনশ্বর গ্রামের মজমুল হকের ছেলে আলমগীর হোসেন (২৮)।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বাংলানিউজকে জানান, উপজেলার কাকিনায় জুয়ার আসর বসেছে, এমন সংবাদের ভিত্তিতে বিকেলে সেখানে অভিযান চালিয়ে হাতে-নাতে ওই তিন জুয়াড়িকে আটক করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক তাদের তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।