ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হ্যাকার‌দের দখ‌লে বিআর‌টিএ’র ও‌য়েবসাইট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
হ্যাকার‌দের দখ‌লে বিআর‌টিএ’র ও‌য়েবসাইট হ্যাকার‌দের দখ‌লে বিআর‌টিএ’র ও‌য়েবসাইট

ঢাকা: বাংলা‌দেশ রোড ট্রান্স‌পোর্ট অথ‌রি‌টি (বিআর‌টিএ)-এর অফিসিয়াল ও‌য়েবসাইট হ্যাক হ‌য়ে‌ছে। ‘জি‌রো গ্রুপ হ্যাকার্স’ না‌মে হ্যাকারদের একটি দল ও‌য়েসবসাইট‌টি হ্যাক ক‌রে‌ছে ব‌লে দা‌বি কর‌ছে।

বৃহস্প‌তিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সা‌ড়ে ১১টায় বিআর‌টিএর ও‌য়েবসাই‌টে ঢুক‌তে গে‌লে দেখা যায়- ‘অ্যাকাউন্ট হ্যাজ বিন সাস‌পে‌ন্ডেন্ট। ’ 

ওয়েবসাইটের মাধ্য‌মে বিআর‌টিএ তার বে‌শিরভাগ কাজ সম্পাদন করে।

সারা‌দে‌শের যানবাহন তথ্য র‌য়ে‌ছে এ ও‌য়েবসাই‌টে।

হ্যাকাররা ও‌য়েব সাই‌টের স্ক্রি‌নে যে তথ্য দি‌চ্ছে তা‌তে তারা নি‌জে‌দের ভারতীয় ব‌লে দা‌বি কর‌ছে।

এ বিষ‌য়ে বিআর‌টিএর তাৎক্ষ‌ণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।  

বিআরটিএ বাংলাদেশের সড়ক পরিবহন খাত ও সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট  সরকার নিয়ন্ত্রক সংস্থা। এটি সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের অধীনস্থ।  

বাংলাদেশ সময় ০০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
এসএ/এমএসএ/এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।