ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে গৃহবধূকে উত্ত্যক্ত করায় যুবককে গণপিটুনি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
শিবগঞ্জে গৃহবধূকে উত্ত্যক্ত করায় যুবককে গণপিটুনি আহত সম্রাট

চাঁপাইনবাবগঞ্জ: ফেসবুকে গৃহবধূকে উত্ত্যক্ত করার অভিযোগে সম্রাট (২০) নামে এক যুবক গণপিটুনির শিকার হয়েছেন।

ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার  কানসাট ইউনিয়নের পুখুরিয়া গ্রামে। গণপিটুনির শিকার সম্রাট কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর মেঘুবাজার এলাকার ইসলাম আলীর ছেলে।

পুলিশ জানায়, সম্রাট দীর্ঘদিন ধরে কানসাট পুখুরিয়া এলাকার এক গৃহবধূকে ফেসবুকের মাধ্যমে অশ্লীল কথা ও কু-প্রস্তাবের মাধ্যমে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনাটি জানাজানি হলে বৃহস্পতিবার রাত ৮টার দিকে অজ্ঞাত কয়েকজন যুবক পল্লী বিদ্যুৎ অফিসের পেছনে গোরস্থানে তাকে ডেকে নিয়ে বেধড়ক পিটুনি দেয় এবং কুপিয়ে গুরুতর জখম করে।  

স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আ. সালাম জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগেও একই কারণে ওই যুবক কয়েকবার গণপিটুনির শিকার হয়েছেন বলে জানান এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।