ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আগে যাওয়ার প্রতিযোগিতায় ২ বাসের সংঘর্ষ, আহত ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
আগে যাওয়ার প্রতিযোগিতায় ২ বাসের সংঘর্ষ, আহত ৭ সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাস

হবিগঞ্জ: আগে যাওয়ার প্রতিযোগিতায় দুই বাসের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় উভয় বাসের অন্তত ৭ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল ও গাজীপুর থেকে সিলেট মাজারের উদ্দেশে ছেড়ে আসা দু’টি বাসের চালক আগে যাওয়ার জন্য প্রতিযোগিতা করছিল।

শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে একটি বাস রাস্তা আটকে দেয়। এ সময় বাস দু’টির চালক ও হেলপাররা বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষের ফলে বাস দু’টি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় দুই বাসের অন্তত ৭ জন যাত্রী আহত হন।

এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। ভোগন্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা। পরে স্থানীয়রা শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন তালুকদার জানান, উভয় বাসের চালক ও হেলপার এবং স্থানীয় পরিবহন শ্রমিকদের সঙ্গে আলাপ করে পুলিশ পরিস্থিতি শান্ত করেছে। টানটান উত্তেজনা নিয়ে বাস দু’টি সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।