ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নারী-শিশুদের বিনামূল্যে পরামর্শ দিচ্ছে জেভিএফ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
নারী-শিশুদের বিনামূল্যে পরামর্শ দিচ্ছে জেভিএফ সভায় জেভিএফের চেয়ারম্যান সৈয়দা ফেরদৌস আহমেদসহ অন্যরা। ছবি: বাংলানিউজ।

ঢাকা: দেশের প্রান্তিক ও সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের আইন, স্বাস্থ্য, শিক্ষা, বাল্যবিয়ে ও নিখোঁজদের সন্ধানে বিনামূল্যে পরামর্শ দিচ্ছে জাস্টিস ভিশন ফাউন্ডেশন (জেভিএফ) নামে একটি সংগঠন।

পাশাপাশি যাদের বছরে আয় ১০ হাজার টাকা তাদের বিনামূল্যে আইনি সহায়তাও দিচ্ছে সংগঠনটি।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটে (ডিআরইউ) এক গোলটেবিল আলোচনা সভায় এসব কথা বলা হয়।

সভায় উপস্থিত আছেন জেভিএফের চেয়ারম্যান সৈয়দা ফেরদৌস আহমেদ, নির্বাহী পরিচালক নাজনীন সুলতারা সুখী, ভাইস চেয়ারম্যান সজীব কুমার তালকদার প্রমুখ।

সংগঠনটি ২০১৫ সালের জুলাই মাসে যাত্রা শুরু করে। শুরু থেকেই প্রান্তিক জনগোষ্ঠীকে পাঁচ ধরনের সেবা দিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
এমএফআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।