ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কামারখন্দে ১২৫ লিটার চোলাই মদসহ আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
কামারখন্দে ১২৫ লিটার চোলাই মদসহ আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে ১২৫ লিটার চোলাই মদসহ দু’জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান বাংলানিউজকে এ তথ্য জানান।

এর আগে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বলরামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বলরামপুর গ্রামের মৃত মঙ্গল চন্দ্র রবিদাসের ছেলে সুশীল চন্দ্র রবিদাস (৩৫) ও সুনীল চন্দ্র রবিদাসের ছেলে মিঠুন চন্দ্র রবিদাস (২৫)।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে বলরামপুর এলাকায় অভিযান চালিয়ে উপকরণ ও ১২৫ লিটার চোলাই মদসহ ওই দু’জনকে আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।