ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো শরীয়তপুরের ইজতেমা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো শরীয়তপুরের ইজতেমা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শরীয়তপুর: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শরীয়তপুরে তাবলীগ জামাতের তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ইজতেমা শেষ হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলীগ জামাতের কেন্দ্রীয় মুরব্বি মাওলানা মোহাম্মদ আলী।

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেত‍ারা আখেরি মোনাজাতে অংশ নেন।

এছাড়া আশপাশের জেলাসহ প্রায় দেড় লাখ মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নেন বলে জানান আয়োজকরা।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সদর উপজেলার আংগারিয়া বাজার ও কীর্তিনাশা নদী সংলগ্ন পরাসদ্ধি এলাকায় আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় তিন দিনব্যাপী এ আঞ্চলিক ইজতেমা। ইজতেমাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।