ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে মেরিন টেকনোলজির শিক্ষার্থীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
সিরাজগঞ্জে মেরিন টেকনোলজির শিক্ষার্থীদের মানববন্ধন শিক্ষার্থীদের মানববন্ধন

সিরাজগঞ্জ: ‘দুর্নীতি মুক্ত মেরিন চাই’ এই দাবিতে মানববন্ধন, ক্লাস বর্জন ও বিক্ষোভ মিছিল করেছেন সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বাগেরহাট মেরিন ক্যাম্পাসে অধ্যক্ষের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে ক্লাস বর্জন ও মানববন্ধন কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে সিরাজগঞ্জেও অনুরুপ কর্মসূচি পালন করা হচ্ছে।

এ সময় বক্তব্য রাখেন- টেকনোলজির শিক্ষার্থী শাওন আহমেদ রাফসেন, রিফাত হাসান রিপন, সাজ্জাদ হাসান লিয়ন, রাকিব হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।