ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় সাবেক চেয়ারম্যানসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় সাবেক চেয়ারম্যানসহ নিহত ২ দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাথর বোঝাই একটি ট্রাকের ধাক্কায় সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় উপজেলার ভজনপুর সাতমেরা এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভজনপুর ইউপি সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল পাশা স্বপন (৪৫) ও তার ভাগনি মিলু আক্তার (১৮)।

মিলু আক্তার পঞ্চগড় সদর উপজেলার মাগুরা এলাকার শহিদুল ইসলামের মেয়ে।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূতে জানা যায়, রাতে ভজনপুর ইউপি সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল তার ভাগনি মিলু আক্তারকে নিয়ে মোটরসাইকেলে করে পঞ্চগড় থেকে ভজনপুর এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের সাতমেরা জেমকন এলাকায় তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী পাথর বোঝাই একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভাগনি মিলু আক্তার মারা যায়। এ সময় তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত মোস্তফা কামালকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।