ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পান ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
ঝিনাইদহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পান ব্যবসায়ী নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের কেসি কলেজের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জামাল সর্দার (৪৫) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। নিহত জামালের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার কাশিমপুর গ্রামে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বাংলানিউজকে জানান, জামাল ভোর সাড়ে ৫টার দিকে বাড়ি থেকে পান নিয়ে বাইসাইকেলে করে ঝিনাইদহ শহরে আসছিলেন। পথে কেসি কলেজের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এ সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনিত হলে পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।