ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় ২ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
উল্লাপাড়ায় ২ মাদক বিক্রেতা আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক নারীসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। 

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের নাদা ও পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- শাহজাদপুর উপজেলার চক হরিপুর গ্রামের জাকিরুল ইসলামের ছেলে আব্দুল কাদের ও উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামের মো. শাহিনের স্ত্রী মমতা খাতুন।

 

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মজিদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাদা এলাকায় অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ কাদেরকে ও রামকান্তপুর এলাকা থেকে ২০০ গ্রাম গাঁজাসহ মমতাকে আটক করা হয়েছে। এ ঘটনা পৃথক মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।