ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পাটকেলঘাটায় চোরাই শাড়ি ও লেহেঙ্গাসহ আটক ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
পাটকেলঘাটায় চোরাই শাড়ি ও লেহেঙ্গাসহ আটক ৭

সাতক্ষীরা: সাতক্ষীরার পাটকেলঘাটায় ভারত থেকে পাচার করে আনা শাড়ি ও লেহেঙ্গাসহ সাতজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর সদস্যরা। যার দাম প্রায় এক কোটি টাকা।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলার পাটকেলঘাটা থানার কুটিঘাটা বাজার এলাকা থেকে এসব শাড়ি ও লেহেঙ্গা আটক করা হয়।  

র‌্যাব-৬ এর অপারেশন অফিসার মেজর জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে র‌্যাব সদস্যরা পাটকেলঘাটার কুটিঘাটা বাজারে অভিযান চালিয়ে দু’টি পিকআপ ভ্যান বোঝাই ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করে।

যার দাম প্রায় এক কোটি টাকা। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়।  

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।