ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বুড়িচংয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
বুড়িচংয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় পানিতে ডুবে রিয়াজ (৩) ও রাব্বি (৩) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাবিলায় ডুবাইরচর গ্রামে শাহী মসজিদ সংলগ্ন পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।

নিহত শিশু রাব্বি উপজেলার ডুবাইরচর গ্রামের অলিউল্লাহর ছেলে এবং রিয়াজ একই এলাকার পলাশ মিয়ার ছেলে।

 

স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশে পুকুর পাড়ে শিশু রিয়াজ ও রাব্বি খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাদের ভাসতে দেখে   দ্রুত উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।