ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কবি সামছুদ্দিন স্মরণে বাগেরহাটে সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
কবি সামছুদ্দিন স্মরণে বাগেরহাটে সভা স্মরণ সভা

বাগেরহাট: কবি শেখ মো. সামছুদ্দিন আহমেদের স্মরণে সভা করেছে বাগেরহাট জেলা প্রশাসন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাগেরহাটের বেমরতা ইউনিয়নের ফতেপুরে কবির বাড়িতে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

ভাষার মাস উপলক্ষে ভাষা আন্দোলনের ওপর ‘রাষ্ট্রভাষা’ গানটির রচনাকারী এ কবির স্মৃতিচারণের সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা।

স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহিন হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মুজিবুর রহমান, বেমরতা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, অধ্যাপক বুলবুল কবির, সদর উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের চেয়ারম্যান সরদার শুকুর আহমেদ, যদুনাথ ইনস্টিটিউটের অধ্যক্ষ অজয় চক্রবর্তী।

সভায় বক্তারা কবির স্মরণে একটি গণগ্রন্থাগার প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এসময় কেবি ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে সকলকে সঙ্গে নিয়ে কবির সমাধিতে শ্রদ্ধাঞ্জলি দেন অতিথিরা।

১৯১৫ সালে বাগেরহাট সদর উপজেলার ফতেপুর গ্রামে চারণকবি সামছুদ্দিন আহমেদ জন্মগ্রহণ করেন। স্থানীয় স্কুলে পড়াশোনা করেন তিনি। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৪৪ ধারা ভেঙে মিছিলের সময় পাক সেনাদের গুলিতে ঢাকার রাজপথে ছাত্ররা নিহত হন। ওইদিন রাতেই কবি সামছুদ্দিন রচনা করেন  ‘রাষ্ট্রভাষা’ নামের গানটি। যেটি ভাষা আন্দোলন উপলক্ষে প্রথম গান। পরে ১৯৭৪ সালে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।