নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে তিনজন ভুয়া পরীক্ষার্থীকে সহযোগিতা করায় মাদ্রাসার অফিস সহকারীকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মোখলেছুর রহমান এ আদেশ দেন।
মোখলেছুর রহমান বাংলানিউজকে জানান, এবারের দাখিল পরীক্ষায় চাপড়া দাখিল মাদ্রাসার ৩ জন ভুয়া পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল।
মঙ্গলবার বিষয়টি জানতে পেরে আত্রাই থানা পুলিশ তদন্তের জন্য কেন্দ্রে যায়। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে কেন্দ্রে দায়িত্বরত চকশিমলা দাখিল মাদ্রাসার আফিস সহকারী সিরাজুল ইসলাম (৫০) ভুয়া পরীক্ষার্থীদের কেন্দ্র থেকে পালিয়ে যেতে সহায়তা করেন। খবর পেয়ে দ্রুত ওই কেন্দ্রে গিয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভুয়া পরীক্ষার্থীদের সহযোগিতার দায়ে অফিস সহকারী সিরাজুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড দেন।
কেন্দ্র সচিব মাওলানা আজিজার রহমান বলেন, ওই পরীক্ষার্থীদের খাতা আমাদের কাছে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের খাতা বাতিল করা হবে।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।