ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বইমেলার স্টলের ব্যানারে পর্ন তারকার নাম, ৩ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
বইমেলার স্টলের ব্যানারে পর্ন তারকার নাম, ৩ যুবক আটক স্টলের ব্যানারে পর্ন তারকার নাম

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বইমেলায় পর্ন তারকা জনি সিন্স ও মিয়া খলিফা-এর নাম ব্যবহার করে স্টলে ব্যানার টাঙানোর দায়ে তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তাদের পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

এছাড়া স্টলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে কালিহাতী উপজেলা সাধারণ পাঠাগার কমিটি। সহযোগিতায় রয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বইমেলা উদযাপন কমিটির আহবায়ক শাহীনা আক্তারের সভাপতিত্বে মেলার উদ্বোধন করা হয়।

মেলার ৩৯ নম্বর স্টলে জনি সিন্স ও মিয়া খলিফা নামে একটি ব্যানার টাঙানো হয়। এ স্টলের নামকরণের ব্যানারে দুইজন পর্ন তারকার নাম ব্যবহার করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও সচেতন মহলে সমালোচনার সৃষ্টি হয়।

ইউএনও শাহীনা আক্তার বাংলানিউজকে বলেন, রোকন নাম দিয়ে স্টল বরাদ্দ নিয়ে কিভাবে দুইজন পর্ন তারকার নামে স্টলে ব্যানার টাঙানো হয়েছে, সেটা স্টল বরাদ্দ উপ-কমিটির কাছে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ঘটনায় স্টলের তিন মালিককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।