মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ২ নম্বর পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন এবং জঙ্গী ও মাদকবিরোধী কমিউনিটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান এসব কথা বলেন।
জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন-জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
বর্তমান সময়ে মাদককে দেশের অন্যতম সমস্যা উল্লেখ করে অতিরিক্ত আইজিপি বলেন, মাদক নির্মূলে শুধু পুলিশের উপর দায়িত্ব দিলেই হবে না, ক্ষমতাসীন দল আওয়ামী লীগেরও দায়িত্ব আছে। মুখে শুধু বড় বড় কথা বললেই হবে না।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
এমএএএম/আরআর