ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আলোর পথে ফিরলেন ৩৬ চোরাকারবারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
আলোর পথে ফিরলেন ৩৬ চোরাকারবারি শপথ বাক্য পাঠ

লালমনিরহাট: সীমান্ত অপরাধ থেকে আলোর পথে ফিরেছেন সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের দৈখাওয়ার ৩৬ চোরাকারবারি।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর সেক্টর কমান্ডার কর্নেল ইএম আজিজুল কাহারের হাত থেকে ফুল নিয়ে আলোর পথে আসেন তারা।

হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দৈখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সীমান্ত অপরাধ হ্রাসকল্পে আত্মসমর্পণ অনুষ্ঠানে দৈখাওয়া সীমান্তের ৩৬ মাদক বিক্রেতা ও চোরাচালানি শপথ বাক্য পাঠ করেন।

এরআগে পূর্বের মামলা নিজেদের মতো মোকাবেলা করে বৈধ ব্যবসায় জিবনযাপনের প্রতিশ্রুতি দিয়ে আত্মসমর্পণ করেন তারা।

বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের আয়োজনে আত্মসমর্পণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান নায়েক নাজমুল হাসান।

গোতামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম সাবু'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট  ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (এএসপি-বি সার্কেল) হোসেন শহীদ সোহরাওয়ার্দী, হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সুমন কান্ত, গোতামারী ইউপি’র সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মিয়া প্রমুখ।

আত্মসমর্পণকারীরা সবাই গোতামারী ইউনিয়নের সীমান্ত ঘেঁষা গ্রামগুলোর বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।