ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

অমর একুশের প্রভাত ফেরিতে মানুষের ঢল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
অমর একুশের প্রভাত ফেরিতে মানুষের ঢল প্রভাত ফেরিতে শহীদ মিনারে মানুষের ঢল। ছবি: ডিএইচ বাদল/ বাংলানিউজ

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে: মহান একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য প্রভাত ফেরিতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।

শ্রদ্ধার ফুল হাতে নিয়ে শোকের আবেশে সাদা-কালো পোশাকে খালি পায়ে তারা এগিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। স্মৃতির মিনারের বেদীতে ফুলে ফুলে ভরে শহীদদের জানান দিচ্ছেন শ্রদ্ধার অর্ঘ্য।

 

বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোরে শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থা শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।  

ইউজিসি চেয়ারম্যান আবদুল মান্নানের নেতৃত্বে সকাল সাড়ে ৬টার দিকে শহীদ বেদীতে শ্রদ্ধা জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামানের নেতৃত্বে প্রভাত ফেরিতে অংশ নেন বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যরা।  সকাল সোয়া ৭টার দিকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীরা।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংস্থা অমরে একুশে হলসহ, বিভিন্ন হলের শিক্ষার্থী, বিভিন্ন বিভাগের পপক্ষ থেকে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

বেসরকারি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়, এনসিটিবি, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, নর্দান ইউনিভার্সিটি শ্রদ্ধা জানাতে এসেছে।

বাবা-মায়ের সঙ্গে ছোট ছোট শিশুরাও ফুল হাতে নিয়ে এসেছে শহীদ মিনার প্রাঙ্গণে। ফুলার রোড হয়ে হাজারো জনতা এগিয়ে যাচ্ছেন শহীদ মিনারের দিকে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে শহীদ মিনার এলাকায়।  

বাংলাদেশ সময়: ০৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
এমআইএইচ/ইইউডি/এমএ 

** 
ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
** পরিশীলিত-পরিমার্জিত বাংলা ব্যবহার করতে হবে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।