ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

বাগেরহাট: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় এশারাত (২৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হন অপর আরোহী।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের মাথাভাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত এশারাত বাগেরহাট সদর উপজেলার বৃষ্টিপুর গ্রামের বাসিন্দা।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল হক বাংলানিউজকে জানান, মহাসড়কের মাথাভাঙ্গা এলাকা দিয়ে মোটরসাইকেলে করে বাগেরহাট যাচ্ছিলেন এশারাত। এসময় একটি বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এশারাতের মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।