ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ঝিনাইদহ: জাতীয় পতাকার অবমাননার করায় ঝিনাইদহে ২৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান এ জরিমানা করেন।
আদালত সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিটি প্রতিষ্ঠানে পতাকা অর্ধ-নমিত রাখার নিয়ম রয়েছে। কিন্তু শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পতাকা সঠিক নিয়মে টাঙানো হয়নি।
এমন অভিযোগের ভিত্তিতে শহরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় শহরের এইচ এস এস সড়ক, শের-এ বাংলা সড়ক, কেপি বসু সড়ক, অগ্নিবিনা সড়কের ২৬টি প্রতিষ্ঠানে সর্বমোট ৮ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়।
আদালতে সদর থানার উপ পরিদর্শক (এসআই) তৌহিদুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।